1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যুতে বাসাপ’র শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যুতে বাসাপ’র শোক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) একমাত্র নারী সহ-সভাপতি (ভিপি) মাহফুজা খানম আর নেই। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

মাহফুজা খানম ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে ডাকসুর ভিপি নির্বাচিত হন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেলেও রাজনৈতিক কারণে পাকিস্তান সরকার তাকে পাসপোর্ট দেয়নি।

পেশাজীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক এবং জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের চেয়ারপার্সন ছিলেন। শিক্ষায় বিশেষ অবদানের জন্য ২০২১ সালে তিনি একুশে পদক পান।

পারিবারিক জীবনে তিনি শফিক আহমেদের স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে— বড় ছেলে ও মেয়ে চিকিৎসক এবং ছোট ছেলে আইনজীবী।

শোক বার্তা

শোক বার্তা

মাহফুজা খানমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি এএইচএম মান্নান মুন্না ও সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট