1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

আইফোনকে টেক্কা দিতে পিক্সেল সিরিজের নতুন লাইনআপ আনলো গুগল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে


আইফোনের নতুন মডেল রিলিজের মাত্র এক মাস আগেই পিক্সেল নাইন সিরিজের নতুন লাইনআপ প্রকাশ করলো টেক-জায়ান্ট গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিশেষ প্রযুক্তির ক্যামেরাকেই মূল আকর্ষণ হিসেবে রাখা হয়েছে এবারের সিরিজে। সেইসাথে আনা হয়েছে ফোল্ডেবল ভার্সনের মোবাইলও। পিক্সেল নাইনের নতুন লাইনআপ ক্যালিফোর্নিয়ার মাউনন্টেইন ভিউয়ে প্রকাশ করে গুগল। এবারের সিরিজে থাকছে পিক্সেল নাইন, নাইন প্রো, প্রো এক্সএল ভ্যারিয়েন্ট। মিলবে ফোল্ডিং ফিচার সম্বলিত প্রো ভার্সনও।

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা ফিচার রয়েছে মোবাইলটিতে। এআইয়ের সাহায্যে করা যাবে ছবির ব্যাকগ্রাউন্ডের কারসাজিও। আমূল পরিবর্তন আনা হয়েছে ক্যামেরা সেটাপেও। ফ্রন্ট ক্যামেরায় ৪২ মেগাপিক্সেলের পাশাপাশি আল্ট্রাওয়াইড লেন্সেও রয়েছে বিস্তর তফাত। ১২ মেগাপিক্সেলের বদলে এবার ৪৮ মেগাপিক্সেলে রূপান্তরিত করা হয়েছে লেন্সটিকে।

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বিতা করতে বিশেষ বিশেষ আরও ফিচার এড করা হয়েছে গুগলের এআই চ্যাটবট জেমিনি’তে। যুক্ত করা হয়েছে লাইভ কনভারসেশন মোড। পিক্সেল নাইনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সুপার একচুয়া ডিসপ্লে। আগের সংস্করণগুলোর চেয়েও যা ৩৫ শতাংশ বেশি উজ্জ্বল। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে- পিক্সেল-অনলি ফিচার।

হার্ডওয়্যার-সফটওয়্যার ছাড়াও, লুকিংয়ে বেশ পরিবর্তনও আনা হয়েছে এবারের পিক্সেল সিরিজে। যার স্থায়িত্ব পিক্সেল ৮ এর চেয়েও দ্বিগুণ। এর পাশাপাশি, আগের সংস্করণগুলোর চেয়ে পাওয়া যাবে ২০ শতাংশ বেশি ব্যাটারি লাইফ।

উল্লেখ্য, পিক্সেল নাইন সিরিজের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার। আগস্টের ২২ তারিখ থেকে বাজারে পাওয়া যাবে ফোনগুলো। যদিও, এর ফোল্ডিং ভার্সন বাজারে আসবে চলতি বছরের সেপ্টেম্বরে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট