1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ভারতের তেলেগু চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির ভেতরের অস্বস্তিকর বাস্তবতা তুলে ধরে বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেত্রী সন্ধ্যা নাইডু। তার ভাষায়, দিনে যারা তাকে ‘আম্মা’ বলে সম্বোধন করেন, রাত নামলেই তারাই ফোনে কিংবা ব্যক্তিগতভাবে অশালীন কুপ্রস্তাব দেন।
সন্ধ্যা নাইডু বলেন,
“সকালে ওরা আমাকে আম্মা বলে ডাকে। কিন্তু রাতে বিছানায় যাওয়ার প্রস্তাব দেয়। ওরা যে ইন্ডাস্ট্রির লোক, সেটা বুঝতে একটুও কষ্ট হয় না।”
এক দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে কাজ করা এই অভিনেত্রী মূলত মা ও চাচির চরিত্রে নিয়মিত অভিনয়ের কারণে দর্শক ও সহকর্মীদের কাছ থেকে ‘আম্মা’ উপাধি পেয়েছেন। তবে এই সম্মানসূচক সম্বোধনের আড়ালে থাকা দ্বিচারিতার কথাই এবার প্রকাশ্যে আনলেন তিনি।
কারা তাকে এসব কুপ্রস্তাব দেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কারও নাম বলেননি সন্ধ্যা নাইডু। তবে তার অভিযোগ, ইন্ডাস্ট্রির ভেতরের পরিচিত মুখগুলোর কাছ থেকেই তিনি এ ধরনের আচরণের শিকার হয়েছেন।
এদিকে সন্ধ্যা নাইডুর অভিযোগ নতুন করে আলোচনায় এনেছে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের ‘কাস্টিং কাউচ’ বিতর্ক। এর আগে তামিল অভিনেত্রী শ্রী রেড্ডিও প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, স্থানীয় শিল্পীরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। যদিও তার প্রতিবাদের ধরন ছিল ভিন্ন ও বেশ আলোচিত।
সন্ধ্যা নাইডুর এই বক্তব্য ফের প্রশ্ন তুলেছে, অভিনয় জগতে নারী শিল্পীদের নিরাপত্তা, সম্মান ও পেশাগত মর্যাদা আদৌ কতটা নিশ্চিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট