1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

নোয়াখালীতে এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত ৩২ শিক্ষকদের সংবর্ধনা দিল: (বিটিএ)

শাহাদাত হোসেন-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন
নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) সুপারিশপ্রাপ্ত ৩২ জন নবনিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৫টায় বসুরহাট একাডেমি ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুতেই নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা বিটিএ’র সদস্যরা।

সংবর্ধনা অনুষ্ঠান সভাপতিত্ব করেন,বিটিএ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি,
আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আমির হোসেন (বিএসসি)।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিটিএ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক,সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক (বিএসসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জৈতুন নাহার কাদের মহিলা কলেজে গভর্নিং বোর্ডের সভাপতি, চাপরাশিরহাট ইসমাঈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিটিএ নোয়াখালী জেলার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (বিএসসি), যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজলাল বৈষ্ণব, উপজেলা বিটিএ’র সহ-সভাপতি এস এম কামাল উদ্দিন, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াছমিন মুক্তা, মধ্যম চর কাঁকড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক নাজমা বেগম শিফা।

এনটিআরসিএ নবনিয়োগপ্রাপ্ত এর মধ্যে
থেকে বক্তব্য রাখেন,সাজেদা খাতুন, এবং দীপন মন্ডল জয়।

বক্তারা বলেন, নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কোম্পানীগঞ্জের শিক্ষা ক্ষেত্রে নতুন আলো ছড়াবেন। তাঁদের আগমনে আমরা আনন্দিত ও গর্বিত। শিক্ষকতা পেশা মহান ও সম্মানের, আর এই নতুন শিক্ষকরা মেধা ও দায়িত্ববোধে অনন্য হয়ে উঠবেন বলেই আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠান শেষে, কোম্পানীগঞ্জ উপজেলায় এনটিআরসিএ কতৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাধ্যমিক বিদ্যালয় গুলোতে সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদানকৃত
৩২ জন শিক্ষক-শিক্ষিকার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকেরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট