কোম্পানীগঞ (নোয়াখালী)
বিশেষ প্রতিনিধি
সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ–২০২৫। টুর্নামেন্টটিতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে নোয়াখালী ওয়ারিয়র্স, যা প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
১৬ ওভারের এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেবে। এর মধ্য দিয়ে প্রবাসীরা একদিকে যেমন খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত রাখছেন, তেমনি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের পরিচিতিও বিশ্বমঞ্চে ছড়িয়ে দিচ্ছেন।
বিজ্ঞাপন
এরই অংশ হিসেবে নোয়াখালী ওয়ারিয়র্সের আত্মপ্রকাশ উপলক্ষে বসুরহাটের গ্র্যান্ড হোটেল এন্ড পার্টি সেন্টারে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলের নতুন জার্সি উন্মোচন করা হয় এবং আসন্ন টুর্নামেন্টে দলটির লক্ষ্য, পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান ক্যাপ্টেন শেখ মাসুদ। তিনি বলেন—
“নোয়াখালী ওয়ারিয়র্স প্রবাসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে খেলবো, যেন দেশের নাম উজ্জ্বল করতে পারি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম মেন্টর সাইফুল ইসলাম বাপ্পী, যিনি খেলোয়াড়দের সাম্প্রতিক প্রস্তুতি ও কৌশল নিয়ে মতামত ব্যক্ত করেন। এছাড়া উপস্থিত ছিলেন টিম ম্যানেজার আরমান হোসেন, সহকারী ম্যানেজার কাজী শামসুদ্দিন, সাইফুল ইসলাম সৌরভ, ফারদিন হাসান রুবাবসহ দলের কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক অংশগ্রহণ করে নোয়াখালী ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন ও আত্মপ্রকাশ উপভোগ করেন।
দলের খেলোয়াড়রা জানিয়েছেন, তারা রিয়াদে নিজেদের সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করতে প্রস্তুত। তাদের বিশ্বাস, এই আসরের মাধ্যমে শুধু নোয়াখালী নয়, পুরো বাংলাদেশ প্রবাসীদের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিত হবে।