1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

বিএনপি ছেঁচড়া চাঁদাবাজ, আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ! বক্তব্যে- চরমোনাই পীর।

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বিএনপি ছেঁচড়া চাঁদাবাজ, আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ! বক্তব্যে- চরমোনাই পীর।

বিএনপি ও আওয়ামী লীগকে উদ্দেশ করে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “একটা দল হলো ছেঁচড়া চাঁদাবাজ, আরেকটা হলো শাহী চাঁদাবাজ।”

তিনি বলেন, “অনেকে বলেন আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ—তাদের মধ্যে পার্থক্য কোথায়? আমি বলি, আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ—হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে। আর বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ—মুচির কাছেও যায়, টেম্পুস্ট্যান্ডেও চাঁদা তোলে।”

রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।

ভারত-বাংলাদেশ প্রসঙ্গে কড়া সমালোচনা

বক্তব্যে তিনি ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভারত আর বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল বেড়া নয়, মূল পার্থক্য হলো আদর্শ ও নীতির। বাংলাদেশ মুসলমানদের দেশ, এইটাই সবচেয়ে বড় বেড়া। ভারত ইসলামকে ধ্বংস করতে পারলে, একদিন এই দেশও তারা সিকিমের মতো গিলে ফেলবে। ইতোমধ্যে তারা এমন একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশকে ভারতের অংশ দেখানো হয়েছে।”

তিনি বলেন, “দুই নম্বর নেতার হাতে দেশ এক নম্বর হতে পারে না।”

ভোট ও রাজনৈতিক বিকল্পের আহ্বান

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, “আপনারা অনেকবার লাঙ্গল, নৌকা ও ধানের শীষকে ভোট দিয়েছেন। তারা বারবার ব্যর্থ হয়েছে। আসুন না একবার হাতপাখাকে ভোট দিয়ে দেখুন। আমরা যদি একবার ফেল করি, তাহলে আর কোনোদিন পরীক্ষার হলে যাব না।”

অনুষ্ঠানে যারা ছিলেন

সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ রবিউল ইসলাম শাহীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী,
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার,
কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট