1. news@247banglanews.com : NEWS TV : NEWS TV
  2. info@www.247banglanews.com : 24/7 Bangla News :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন ২১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে কয়েকদিন ধরে চলা পারিবারিক বিতর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি উত্তাপের অবসান ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) নিজেদের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির সমাধান ও তালাক সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুজনই।

স্ট্যাটাসে আবু ত্বহা লিখেছেন—
“উস্তাদ আবু ত্বহা মুহাম্মাদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরুব্বি ওলামায়ে কেরামদের মাশওয়ারার ভিত্তিতে শরীয়াহ মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে, আলহামদুলিল্লাহ।”

 

তিনি আরও জানান—
১. মুরুব্বি ওলামায়ে কেরামের উপস্থিতিতে খুলা তালাক সম্পন্ন হয়েছে। সাবিকুন নাহার প্রস্তাবটি গ্রহণ করায় তাদের মধ্যে বর্তমানে কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই।

২. বিয়ের মোহরানা পূর্বেই পরিশোধ করা হয়েছে, এ বিষয়ে কোনো দেনা-পাওনা বা আর্থিক বিরোধ নেই।

৩. সাবিকুন নাহার গত বছর মিরপুরস্থ Taw Haa Zin Nurain Islamic Center–এর উন্নয়ন প্রকল্পে প্রায় ৫ ভরি স্বর্ণ ও অতিরিক্ত প্রায় ৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন। এই অর্থ ফেরত প্রদানের সময়সীমা ওলামায়ে মাজলিস নির্ধারণ করে দিয়েছেন, এবং উভয় পক্ষই সেটি মেনে নিয়েছেন।

আবু ত্বহা স্পষ্টভাবে বলেন—
“৮ ভরি স্বর্ণের বিনিময়ে তালাকের গুজবটি সম্পূর্ণ অসত্য। আমাদের বা প্রতিষ্ঠানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অনুগ্রহ করে কেউ গুজবে প্রভাবিত হবেন না।”

৪. সন্তানদের বিষয়েও শরীয়াহ সম্মত ফয়সালা হয়েছে, যা উভয় পক্ষই সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছেন।
“বিষয়টি ওয়ালামের মাজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে। তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা বা সমালোচনা না করার অনুরোধ করছি।”

 

অন্যদিকে সাবিকুন নাহার তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন—
“আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তার অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে।”

 

তিনি আরও লেখেন—
“এই প্রক্রিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায়-অনিচ্ছায়, উদ্বেগ-উৎকণ্ঠায়, আবেগে, অনিশ্চয়তায় আমার দ্বারা যত গুনাহ হয়েছে তা থেকে আমি প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি।”

 

সাবিকুন নাহার জানান, তিনি ভবিষ্যতে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না এবং অন্যদেরও আলোচনা-সমালোচনা থেকে বিরত থাকার আহ্বান জানান।

সবশেষে মিডিয়ার উদ্দেশে তিনি লেখেন—

“আল্লাহর ওয়াস্তে, পরকালের স্বার্থেই পারিবারিক আলোচনাসংবলিত আমার প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সব মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

 

তিনি তাদের পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যারা সমালোচনা করেছেন তাদের জন্যও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

সূত্র: আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের ব্যক্তিগত ফেসবুক আইডি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট